আর জি করে ডাক্তার-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত দ্রুত শেষ করা, সমস্ত দোষীদের নাম চার্জশিটে যুক্ত করা, সরকার-প্রশাসন-ক্রিমিনাল দুষ্টচক্র সমূলে বিনষ্ট করা সহ বিভিন্ন দাবিতে ৪ নভেম্বর ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’র ডাকে হাজার হাজার মহিলা সিবিআই দফতর ঘেরাও অভিযান করেন। করুণাময়ী থেকে সিবিআই দফতরে পৌঁছে এক প্রতিনিধিদল সিবিআই অ্যাসিস্ট্যান্ট এসপির হাতে ডেপুটেশন দেন। প্রতিনিধিদলে ছিলেন অধ্যাপিকা মৈত্রেয়ী বর্ধন রায়, বিশিষ্ট চিত্র পরিচালক শতরূপা সান্যাল, অধ্যাপিকা শাশ্বতী ঘোষ, বিশিষ্ট চিকিৎসক নূপুর ব্যানার্জী, সমাজকর্মী ইসমত আরা খাতুন, সিস্টার ভাস্বতী মুখার্জী, আইনজীবী দেবযানী সেনগুপ্ত প্রমুখ। সঠিক তদন্ত করে সমস্ত দোষীদের নামে দ্রুত চার্জশিট দেওয়ার দাবি জানানো হয়।