আওয়ামি লিগ সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন করা, মূল্যবৃদ্ধি রদ, অত্যাবশ্যকীয় পণ্যের রাষ্ট্রীয় বাণিজ্য চালু, শিক্ষা-চিকিৎসার বেসরকারিকরণ বন্ধ সহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জুড়ে বাসদ (মার্কসবাদী)-র পক্ষ থেকে স্বাক্ষর সংগ্রহ চলছে। স্বাক্ষর সংগ্রহে মানুষের সাড়া অভূতপূর্ব। গোটা দেশের বেশিরভাগ মানুষই দাবিগুলির ব্যাপারে একমত। আর একটা নির্বাচনী নাটক তাঁরা দেখতে চান না।
রাজধানী ঢাকা সহ নানা জায়গায় পুলিশ এবং শাসকদলের গুন্ডারা বারবার স্বাক্ষর সংগ্রহে বাধা দেওয়ার চেষ্টা করলেও পথচারী সাধারণ জনগণ এর প্রতিবাদ করেন। আগামী মার্চ পর্যন্ত এই স্বাক্ষর সংগ্রহ চলবে। ৫ এপ্রিল সংগৃহীত স্বাক্ষর সহ রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেওয়া হবে।