৩ জুন রায়দিঘি ইরিগেশন এসডিও সাবডিভিশনে ‘সুন্দরবন নদীবাঁধ জীবন ও জীবিকা রক্ষা কমিটি’ ডেপুটেশন দেয় ও বিক্ষোভ প্রদর্শন করে৷ উত্তম হালদারের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল এসডিও ইরিগেশনের ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করেন৷ দাবিগুলোর অন্যতম হল– ১) বর্ষা আসার আগে নদীবাঁধগুলো দুর্যোগ মোকাবিলার উপযুক্ত করে মেরামতি করতে হবে, ২) চাষিদের জমি অধিগ্রহণ করার পরেও কেন এখনও রিং বাঁধ নির্মাণ হল না তার জবাব দিতে হবে, ৩) আমফান ঝড়ে নোনা জল ঢুকে নষ্ট হওয়া চাষযোগ্য জমি, পুকুর দ্রুত সংস্কার করতে হবে এবং পানীয় জলের সুষ্ঠু বন্দোবস্ত করতে হবে, ৪) জনস্বাস্থ্য রক্ষায় সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে৷