১৪ আগস্ট কোতুলপুর বিদ্যুৎ দপ্তরে দাবিপত্র পেশ করে সারা বাংলা বিদ্যুৎ গ্রহক সমিতি (অ্যাবেকা)৷ শতাধিক বিদ্যুৎ গ্রাহক উপস্থিত ছিলেন৷ সমিতির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জগন্নাথ দাস ও জেলা সম্পাদক স্বপন নাগের নেতৃত্বে ৭ জনের প্রতিনিধি দল এস এম–এর কাছে দাবিসনদ তুলে ধরেন৷
অবিলম্বে বিদ্যুৎ মাশুল ৫০ শতাংশ কমানো, কৃষিতে বিনা পয়সায় বিদ্যুৎ, দ্রুত বিদ্যুৎ সংযোগ, পোড়া ও অচল ট্রান্সফরমার বদলানো, সিঙ্গল ফেজ মিটার পাল্টানো, স্থায়ী–অস্থায়ী সংযোগে বাঁশের খুঁটির পরিবর্তে সিমেন্টের পোল দেওয়া এবং ভুতুড়ে বিল করা প্রভৃতি বন্ধের দাবি জানানো হয়৷ এস এম কিছু দাবি যেমন মিটার দেওয়া, নতুন ট্রান্সফরমার দেওয়া এবং দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন৷
ওন্দা কাস্টমেয়ার কেয়ার সেন্টারেও অচল ট্রান্সফরমার পাল্টানোর দাবিতে ডেপুটেশন দেওয়া হয়৷ কর্তৃপক্ষ দাবি মেনেও নেন৷ নেতৃত্ব দেন অ্যাবেকার ব্লক সম্পাদক বাবুল চ্যাটার্জী ও জেলা সভাপতি অমিয় গোস্বামী৷