ত্রুটিপূর্ণ মিটার দ্রুত পাল্টানো, স্মার্ট প্রিপেড মিটার ও ভুতুড়ে বিল বাতিল, বিদ্যুৎ সংযোগ দ্রুত করা, বোরো চাষের সময়ে লাইন কাটা বন্ধ ও বিদ্যুৎ বিল-২০২২ বাতিল প্রভৃতি দাবিতে কোতুলপুর ষষ্ঠ বিদ্যুৎ গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত হল ৩০ অক্টোবর। ব্লকের প্রত্যন্ত ৮টি ফিডার থেকে তিন শতাধিক গৃহস্থ গ্রাহক, কৃষি, ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র বাণিজ্যিক গ্রাহক কোতুলপুর নেতাজি মোড় থেকে মিছিল করে সম্মেলন স্থল আলু ব্যবসায়ী সমিতি হলে উপস্থিত হন।
সম্মেলনে সভাপতিত্ব করেন তারাপদ গরাই। মূল প্রস্তাব পাঠ করেন কোতুলপুর ব্লক কমিটির সম্পাদক গোবিন্দ ঘোষ। সমর্থনে বক্তব্য রাখেন কল্যাণ বসু, নিমাই দে, হরশঙ্কর কর্মকার, মজফফর মেদ্দা, জেলা কমিটির সম্পাদক স্বপন নাগ ও প্রধান বক্তা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বিদ্যাভূষণ দে। বক্তারা গ্রাহকদের নানা সমস্যা তুলে ধরেন এবং রাজ্য ও কেন্দ্র সরকারের গ্রাহক বিরোধী মনোভাবের তীব্র সমালোচনা করেন। সভা থেকে গোবিন্দ ঘোষকে সম্পাদক ও তারাপদ গরাইকে সভাপতি করে ৪১ জনের ব্লক কমিটি গঠিত হয়। নব নির্বাচিত কমিটির দায়িত্ব, কার্যক্রম প্রভৃতি বিষয়ে আলোচনা করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য প্রদীপ দাস।