৭ ডিসেম্বর অভয়ার ঘটনায় ন্যায়বিচারের দাবিতে বাঁকুড়াতে অনুষ্ঠিত গণকনভেনশনে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বাঁকুড়ার বিশিষ্ট চিকিৎসক নীলাঞ্জন কুণ্ডু।
বক্তব্য রাখেন আন্দোলনের অন্যতম নেতা ডাঃ সজল বিশ্বাস, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নদীয়াইন্দু বিশ্বাস, বেঙ্গল চেম্বার অফ কমার্সের জেলা সাধারণ সম্পাদক মধুসূদন দরিপা, ডাঃ সুভাষ মণ্ডল, ডাঃ অরিত্র ভাণ্ডারী, আইনজীবী সৌমী চক্রবর্তী প্রমুখ। কনভেনশনে মূল প্রস্তাব পাঠ করেন প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার সুবোধ সিংহ এবং পরিচালনা করেন শিক্ষক রঞ্জিত মাহাতো। পাশাপাশি সমাজ জুড়ে ক্রমবর্ধমান শিশু ধর্ষর্ণ, নারী ধর্ষণ, দুর্নীতির বিরুদ্ধে লাগাতার দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।