শ্রমজীবী মানুষের উপর শাসক শ্রেণির আক্রমণের বিরুদ্ধে মানুষের বাঁচার দাবিতে বহরমপুর গ্রান্ট হলে জেলা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হল ৫ মার্চ। সমাবেশে সিএএ, এনআরসি, এনপিআর বাতিলের দাবি ওঠে। শ্রমিক ছাঁটাই রোধ, ফসলের দাম না পেয়ে কৃষকের আত্মহত্যা ও কাজ হারিয়ে অগণিত শ্রমিকের আত্মহত্যার বিরুদ্ধে, মুর্শিদাবাদ জেলায় কৃষিনির্ভর শিল্পস্থাপন করে বেকারদের কর্মসংস্থান, আশা, আইসিডিএস, মিড-ডে মিল কর্মীদের সরকারি কর্মীর মর্যাদা, বিড়ি শ্রমিক-নির্মাণকর্মী-মোটর শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়। দাবি ওঠে, দিল্লিতে বিজেপি আরএসএসের পরিকল্পিত গণহত্যাকারীদের শাস্তি চাই। বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক কমরেড আনিসুল আম্বিয়া। জেলাশাসক, ডেপুটি লেবার কমিশনার এবং জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে দাবি সনদ পেশ করা হয়।