সকল বেকারের কাজ, কাজ দিতে না পারলে ন্যূনতম ৬০০০ টাকা বেকারভাতা, জেলা সদর বহরমপুরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, মদ নিষিদ্ধ, প্রথম শ্রেণি থেকেই পাশ–ফেল চালু, দৌলতাবাদের বাস দুর্ঘটনার বিচারবিভাগীয় তদন্ত প্রভৃতি দাবিতে ১ ফেব্রুয়ারি বহরমপুর বাসস্ট্যাণ্ডে অল ইন্ডিয়া ডি ওয়াই ও মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ হয়৷ এলাকায় এলাকায় যুব কমিটি গঠন করে উপরোক্ত দাবিগুলি নিয়ে শক্তিশালী যুব আন্দোলন গড়ে তোলা এবং সামাজিক নানা কর্মসূচি ও মনীষী–বিপ্লবীদের জীবন চর্চার আহ্বান জানান অবস্থান বিক্ষোভের প্রধান বক্তা সংগঠনের সর্বভারতীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অঞ্জন মুখার্জী৷ এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা সম্পাদক কমরেড আরিফ খন্দেকার, জেলা সভাপতি কমরেড ইনতাজ আলী এবং অল ইন্ডিয়া ডি ওয়াই ও–র জেলা নেতৃবৃন্দ৷