প্রকৃত ও যোগ্য প্রাপকদের আবাস যোজনার ঘর, বয়স্কদের বার্ধক্য এবং বিধবা ভাতা, সোয়াদিঘি সহ সমস্ত নাসা খাল ও ভগ্নপ্রায় রাস্তাগুলি দ্রুত সংস্কারের দাবিতে, পঞ্চায়েত ট্যাক্সবৃদ্ধির বিরুদ্ধে, এলাকায় মদ ও লটারি বন্ধে কার্যকরী ভূমিকা নেওয়ার দাবি সহ ৮ দফা দাবিতে পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক-১ গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে নোনাকুড়ি আঞ্চলিক কমিটির ডাকে ১০ ডিসেম্বর দুই শতাধিক মানুষ বিক্ষোভ দেখান ও স্মারকলিপি দেন।