পূর্ব মেদিনীপুরের তমলুক মহকুমার গুরুত্বপূর্ণ সোয়াদিঘি খাল সংস্কারের জন্য ডব্লিউবিএসডিটিসিএল নিযুক্ত ঠিকাদার কোম্পানি দায়সারা কাজ করার ফলে আগামী বর্ষার আগে এই কাজ কতটা হবে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কাজ অবিলম্বে শেষ করার দাবিতে সোয়াদিঘি খাল সংস্কার সমিতি ও পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটি জেলাশাসক ও সেচ দপ্তরে বিক্ষোভ ডেপুটেশনের ডাক দিয়েছে। সমিতির অভিযোগ পেয়ে জেলাশাসক পরিদর্শনে আসেন এবং ঠিকাদারকে খাল কাটার মেশিনের সংখ্যা বাড়িয়ে আগামী ১৫ দিনের মধ্যে কাঁকটিয়া থেকে রামতারক পর্যন্ত অংশটি পূর্ণ সংস্কারের কাজ শেষের নির্দেশ দেন। জাতীয় সড়কের ব্রিজের নিচে আবর্জনা সহ জমে থাকা মাটি অবলম্বে পরিষ্কারেরও নির্দেশ দেন। সোয়াদিঘি খাল সংস্কার সমিতি দাবি করেছে বর্ষার আগে এই খালের অন্তত রামতারক পর্যন্ত অংশ পূর্ণ সংস্কার করতে হবে, সোয়াদিঘি লকগেট খোলা-বন্ধের জন্য বৈদ্যুতিকরণ করতে হবে, লকগেট থেকে রামতারক পর্যন্ত সোজাসুজিভাবে খনন করতে হবে। ওই দিনই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় কাঁসাই নদীর বাঁধপরিদর্শনে জেলাশাসক সহ সেচ দপ্তরের কর্তারা এলে তাঁদের কাছে সঠিকভাবে বাঁধ সংস্কারের দাবি তুলে ধরেন স্থানীয় মানুষ। ওই নদীবাঁধ সঠিকভাবে নির্মাণের দাবিতেও বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটি দীর্ঘদিন আন্দোলন করছে।
এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪২ সংখ্যা ৩০ মে – ৫ জুন ২০২৫ এ প্রকাশিত