বরুণ বিশ্বাস স্মরণে সভা

 ২০১২–র ৫ জুলাই গোবরডাঙা স্টেশনে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন শিক্ষক বরুণ বিশ্বাস৷ কলকাতার মিত্র স্কুলের সামনে এ বছর ৫ জুলাই তাঁকে স্মরণ করলেন সমাজের বিশিষ্ট মানুষরা৷ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র – ছাত্রী – অধ্যাপক–অধ্যাপিকা – শিক্ষক–শিক্ষিকারাও এসেছিলেন মহৎ–প্রাণ নির্ভীক শিক্ষক বরুণ বিশ্বাসকে স্মরণ করতে৷ প্রতিবাদী গান–আবৃত্তি–কথায় সভা সঞ্চালিত হয়৷ বরুণ বিশ্বাস স্মৃতিরক্ষা কমিটির সভাপতি অধ্যাপিকা মীরাতুন নাহার, জনস্বার্থে, নির্যাতিত, নিপীড়িত মানুষের স্বার্থে বরুণের জীবনের সার্বিক সংগ্রামকে স্মরণ করে শ্রদ্ধা জানান৷ সভার সূচনা করেন কমিটির সহ সভাপতি ডাঃ বিজ্ঞান বেরা৷ প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় (ছবি), অধ্যাপিকা মালবিকা চট্টোপাধ্যায়, ডাঃ তরুণ মণ্ডল, কবি আরণ্যক বসু, অধ্যাপক শান্তিনাথ ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন৷ বাচিক শিল্পী রণেন ধাড়া কথায়–কবিতায় শ্রদ্ধা জানান৷ এ ছাড়া উপস্থিত ছিলেন সমাজকর্মী প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়, অধ্যাপিকা অর্চনা বন্দ্যোপাধ্যায়, অধ্যাপিকা সুস্মিতা বসু৷ মিত্র স্কুলের বরুণ বিশ্বাসের সহকর্মী শিক্ষকরা এবং প্রাক্তন ও বর্তমান ছাত্ররা উপস্থিত ছিলেন৷

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে ওই দিন বরুণ বিশ্বাস স্মরণে সভা করা হয়৷

(৭০ বর্ষ ৪৭ সংখ্যা ১৩ জুলাই, ২০১৮)