রাতের অন্ধকারে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বীর বিপ্লবী বাঘা যতীনের আবক্ষ মূর্তি ভাঙা হল বরানগরে৷ প্রতিবাদে ১৩ অক্টোবর এআইডিএসও, এআইডিওয়াইও এবং বরানগর আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়৷ মিছিলের শুরুতে ক্ষতিগ্রস্ত মূর্তির সামনে বাঘা যতীনের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ডিওয়াইও–র রাজ্য কমিটির সদস্য কমরেড রমেশ দাস এবং ডিএসও–র কলকাতা জেলা কমিটির অফিস সম্পাদক কমরেড মেঘবরণ হাইতি৷ ওই সময় উপস্থিত সাধারণ মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন৷ এরপর মিছিল করে বরানগর থানায় ডেপুটেশন দেয় চার জনের প্রতিনিধি দল৷ অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার এবং বাঘাযতীনের মূর্তি পুনঃস্থাপনের দাবি জানান তাঁরা৷