Breaking News

বরানগরে নাগরিকদের দাবিপত্র পেশ

আর জি কর মেডিকেল কলেজের নারকীয় ঘটনার প্রতিবাদে উত্তর কলকাতায় বরানগর সিঁথি অঞ্চলে রাত দখলের আন্দোলন চলতে চলতেই বাসিন্দারা উপলব্ধি করেন, নিজেদের এলাকা সুরক্ষিত রাখতে নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে। তাই তাঁরা গড়ে তুলেছেন নারী ও শিশু অধিকার রক্ষা কমিটি।

কমিটির উদ্যোগে নানা দাবিতে বরানগর সিঁথি অঞ্চলে গণস্বাক্ষর সংগ্রহ, পথসভার মাধ্যমে নাগরিক সচেতনতা গড়ে তোলার চেষ্টা হয়েছে। সমস্ত রাস্তা, গলি এবং গঙ্গার ঘাটগুলোতে পর্যাপ্ত আলো ও সিসিটিভি নজরদারি, নারী সুরক্ষায় অ্যাপ বা হেল্পলাইন নম্বর চালু, স্কুল, কলেজ, কর্মক্ষেত্র এবং হাসপাতাল ও নার্সিংহোমে পর্যাপ্ত নিরাপত্তা ও সিসিটিভি নজরদারি, পৌরসভা ও থানা কর্তৃক প্রকাশ্যে মদ ও মাদকদ্রব্য খাওয়া নিষিদ্ধ ঘোষণা, মদ ও মাদক দ্রব্যের প্রসার রোধে প্রশাসনিক ব্যবস্থা ইত্যাদি দাবিতে ২৯ ডিসেম্বর ৩ সহস্রাধিক মানুষের স্বাক্ষর সম্বলিত দাবিপত্র তুলে দেওয়া হয় বরানগর থানার অফিসার ইনচার্জের কাছে।

সাহিত্যিক দীনেশচন্দ্র ভট্টাচার্য ও কলকাতা হাইকোর্টের আইনজীবী কার্তিক রায়ের নেতৃত্বে বিটি রোড, টবিন রোড থেকে শতাধিক নাগরিকের এক মিছিল থানায় যায়। কমিটির সম্পাদক শিক্ষিকা ঝুম্পা রায় ও সভাপতি বিশিষ্ট নাগরিক রজত রায়ের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল ডেপুটেশন দেন।