এস ইউ সি আই (কমিউনিস্ট) কলকাতা জেলা সম্পাদক সুব্রত গৌড়ী ২০ আগস্ট এক প্রেস বিবৃতিতে জানান,
মাত্র চারটি রুট চালু রেখে বাকি সব ট্রাম রুট তুলে দেওয়ার যে সিদ্ধান্তের কথা কলকাতার মেয়র গতকাল পুরসভার মাসিক অধিবেশনে ঘোষণা করেছেন আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আমরা মনে করি, চারটি রুট চালু রাখার কথা বলা আসলে হেরিটেজ আইন বাঁচিয়ে শহরে বাকি সব রুট থেকে ট্রামকে তুলে দেওয়ার ধূর্ত কৌশল ছাড়া আর কিছুই নয়। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মেয়র কী ভাবে শহর থেকে ট্রাম তুলে দেওয়ার কথা পুনরায় ঘোষণা করলেন তাও আমাদের অবাক করেছে। শহর থেকে ট্রাম তুলে দিতে মেয়র যে ভাবে ট্রাফিক জ্যামের অজুহাত তুলে ট্রামকেই দায়ী করেছেন আমরা মনে করি তা-ও ঠিক নয়। তিনি বলেন, ট্রাফিক জ্যামের সঠিক কারণগুলি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হোক এবং তাঁদের মতামতের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হোক। আমরা মনে করি, ট্রামকে শহর ছাড়া করার পিছনে ডিপোগুলি সহ ট্রামের বিপুল সম্পত্তি বিক্রির ষড়যন্ত্রও কাজ করছে।
তিনি বলেন, শহর থেকে ট্রাম তুলে দেওয়ার কোনও অপচেষ্টাকে কলকাতার নাগরিকরা মানবে না। শহরের সমস্ত রুটে ট্রাম চালু রাখার দাবিতে এস ইউ সি আই (কমিউনিস্ট) দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে। এই আন্দোলনকে আরও জোরদার করতে আমরা আরও উদ্যোগ নিচ্ছি। দূষণহীন এই যান চালু রাখতে এই আন্দোলনে সব স্তরের নাগরিকদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।