Breaking News

বন্দিদের সুরক্ষার দাবি সিপিডিআরএসের

বারুইপুর সেন্ট্রাল জেলে অন্তত ২৫ জন বন্দি ও বেশ কিছু পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা বাড়লেও কর্তৃপক্ষ উদাসীন। এই পরিস্থিতি দূর করার দাবিতে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস ২৯ সেপ্টেম্বর বারুইপুর জেলের সুপারিনটেন্ডেন্ট-এর কাছে স্মারকলিপি দেয়। এর আগে সংগঠন কারামন্ত্রী এবং জেল সুপারকে স্মারকলিপি দিয়ে বন্দিদের প্যারোলে মুক্তির দাবি জানিয়েছিল। স্মারকলিপিতে দাবি করা হয়, করোনা আক্রান্ত সব বন্দি, পুলিশ ও জেল কর্মীদের উন্নত চিকিৎসার বন্দোবস্ত করতে হবে। সকল বন্দিকে প্যারোলে মুক্তি দিতে হবে, প্যারোল যাঁরা পেয়েছেন তাঁদের মুক্তির মেয়াদ বাড়াতে হবে। জেলকে নিয়মিত স্যানিটাইজ করতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। জেলের চিকিৎসা পরিকাঠামো উন্নত করতে হবে।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ৮ সংখ্যা_৫ অক্টোবর, ২০২০)