বিশিষ্ট শ্রমিক-নেতা এবং এস ইউ সি আই (সি)-র বজবজ লোকাল কমিটির পূর্বতন সম্পাদক কমরেড তিমিরবরণ ঘোষ স্মরণে এ আই ইউ টি ইউ সি-র পক্ষ থেকে ৫ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগণায় বজবজের চড়িয়ালে সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন এ আই ইউ টি ইউ সি-র রাজ্য সহ-সভাপতি কমরেড শান্তি ঘোষ। প্রধান বক্তা ছিলেন চটকল আন্দোলনের নেতা, এ আই ইউ টি ইউ সি-র রাজ্য সহ-সভাপতি এবং বেঙ্গল জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক কমরেড অমল সেন। উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সি-র রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস এবং ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার এ আই ইউ টি ইউ সি-র সম্পাদক কমরেড বিজন হাজরা।