Breaking News

বছরে ২০০ দিন কাজের দাবি জব কার্ড হোল্ডার শ্রমিকদের রাজ্য কনভেনশনে

২৯ ডিসেম্বর ২০২৪ কলকাতায় অনুষ্ঠিত হল জব কার্ডধারী শ্রমিকদের রাজ্য কনভেনশন। এই কনভেনশনে বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা যোগ দেন। প্রতিনিধিরা বলেন, দু’বছরের উপর জব কার্ডের কোনও কাজ নেই। সরকার কাজ দিচ্ছে না। শুধু তাই নয়, দুক্সবছর আগে যে কাজ করা হয়েছে আজও বহু ক্ষেত্রে তার টাকা পাওয়া যায়নি।

এ রাজ্যে জব কার্ডের কাজে ব্যাপক দুর্নীতি ও স্বজন-পোষণ হয়েছে। কুড়ি বছর আগে জব কার্ড ইস্যু করা হয়েছিল। এখন অনেকেই যোগ্য ব্যক্তি হিসেবে জব কার্ড করতে চায়। কিন্তু সরকার নতুন করে কোনও জব কার্ড ইস্যু করছে না। একে তো ভয়ঙ্কর মূল্যবৃদ্ধি, তার ওপর কোনও কাজ না থাকায় জব কার্ডধারী শ্রমিকরা চরম সংকটের মধ্যে আছেন। কনভেনশনে দাবি উঠেছে, বছরে ২০০ দিনের কাজ ও দৈনিক ৬০০ টাকা মজুরি এবং প্রত্যেক ষাটোর্ধ্ব জব কার্ডধারী শ্রমিককে মাসিক ১০ হাজার টাকা পেনশন দিতে হবে।

প্রধান বক্তা এ আই কে কে এম এস-এর সাধারণ সম্পাদক শঙ্কর ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকার প্রতি বছর ১০০ দিনের প্রকল্পের বরাদ্দ কমিয়ে যাচ্ছে। এ বছর বাজেটে ১০ হাজার কোটি টাকা কমিয়েছে। আজ প্রয়োজন কৃষক-খেতমজুরের ঐক্যবদ্ধ আন্দোলন। সেই আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গ্রামে গ্রামে আন্দোলনের হাতিয়ার গ্রাম কমিটি গড়ে তুলতে হবে। কনভেনশনে বক্তব্য রাখেন এ আই কে কে এম এস-এর রাজ্য সম্পাদক গোপাল বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন কমরেড রঙ্গলাল কুমার। কনভেনশন থেকে ইয়াহিয়া আখন্দকে সভাপতি ও মানস সিংহকে সম্পাদক করে ৪১ জনের রাজ্য কমিটি তৈরি হয়।