বগটুই সহ রাজ্যে একের পর এক হত্যা, আইন শৃঙ্খলার অধঃপতন, পুলিশ প্রশাসনকে দলদাসে পরিণত করা, গণতন্ত্র ও মানবাধিকার হরণ করার বিরুদ্ধে ১ এপ্রিল বিকেলে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় মেন গেটে প্রতিবাদ অবস্থান করে শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ। অবস্থানে শাসক দলের ভূমিকার তীব্র সমালোচনা করা হয়। বক্তারা বলেন, পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ কুক্ষিগত করে, দলীয় স্বার্থে ব্যবহার করা এবং নিজেদের লোভ লালসা ও অবাধ লুটতরাজের রাজত্ব কায়েম হয়েছে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর প্রশ্রয়েই। এ-সবের জন্য বাংলার মানুষ পরিবর্তন চাননি।
বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও মঞ্চের সভাপতি বিভাস চক্রবর্তী, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চ্যাটার্জী, শিক্ষাবিদ মীরাতুন নাহার, মানবাধিকার আন্দোলনের অন্যতম নেতা সুজাত ভদ্র, বিশিষ্ট আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত, অধ্যাপক অশোকেন্দু সেনগুপ্ত, অধ্যাপক তরুণ দাস, বিশিষ্ট সাংবাদিক দিলীপ চক্রবর্তী, চিকিৎসক দুর্গাপ্রসাদ চক্রবর্তী, অধ্যাপক সুদীপ্ত দাশগুপ্ত, সাহিত্যিক ও নাট্যকর্মী সর্বাণী চট্টোপাধ্যায়, বিশিষ্ট সঙ্গীতশিল্পী পল্লব কীর্তনীয়া প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন উদয় বন্দোপাধ্যায়, পল্লব কীর্ত্তনীয়া, আশিস বসু ও অন্যরা। কবিতা পাঠ ও আবৃত্তি করেন রূপশ্রী কাহালি, সাইফুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন ডাঃ গৌতম সাহা, শিক্ষক অজিত হোড়, ডঃ মৃদুল দাস, ডাঃ তরুণ মণ্ডল, অধ্যাপক মানস জানা প্রমুখ।