কলকাতায় আন্তর্জাতিক বইমেলা চলাকালীন গণদাবী স্টলে প্রতিদিনই ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো৷ বিশেষত তরুণদের, সমাজের সীমাহীন শোষণ–বৈষম্য যাঁদের চোখে এখনও অন্যায় মনে হয় এবং মনে মনে যাঁরা তার অবসান চান, খুঁজে বেড়ান এই অবসানের পথ৷ তাই তাদের মধ্যে মার্কসবাদ ও শিবদাস ঘোষের চিন্তা সংবলিত পুস্তকের প্রতি আগ্রহ ছিল লক্ষণীয়৷ জয়পুরিয়া কলেজের গণিত বিভাগের কয়েকজন ছাত্র এসে চাইলেন মার্কসবাদের প্রাথমিক কিছু পুস্তিকা৷ নিয়ে গেলেন কমরেড শিবদাস ঘোষের ‘মার্কসবাদ ও মানব সমাজের বিকাশ প্রসঙ্গে’, ‘মার্কসবাদ ও দ্বন্দ্বমূলক বস্তুবাদ–এর কয়েকটি দিক’ সহ মার্কসবাদ–লেনিনবাদের বেশ কিছু পুস্তিকা৷
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রও এরকম কিছু বই এবং মার্কস, এঙ্গেলস, লেনিন, স্ট্যালিনের ছবি নিয়ে গেলেন৷ দেশপ্রিয় স্কুলের দ্বাদশ শ্রেণির কয়েকজন ছাত্র ‘ছাত্র জীবনে রাজনীতি করা উচিত কি?’ বইটি নিয়ে যান৷ কলকাতার বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য জেলা থেকেও ছাত্রছাত্রীরা স্টল থেকে বই নিয়ে গেছেন৷ ছাত্র–যুবক ছাড়াও বিভিন্ন স্তরের মানুষজন আগ্রহের সাথে এস ইউ সি আই (সি) প্রকাশিত বিভিন্ন পুস্তক–পুস্তিকা নিয়ে গেছেন৷ স্কটিশ চার্চ কলেজের একদল এস এফ আই করা ছাত্র কমরেড প্রভাস ঘোষের ‘নির্বাচনের পথে নয়, একমাত্র সমাজবিপ্লবের পথেই শোষণমুক্তি সম্ভব’ বইটি দেখে অবাক হয়েছেন৷ আসলে তাঁদের নির্বাচন সর্বস্ব নেতাদের মুখে তাঁরা সমাজবিপ্লবের কথা শোনেনইনি৷ সাথে আরও কয়েকটি বই নিয়ে তাঁরা ফোন নম্বর দিয়ে গেলেন৷ অন্যান্য বামপন্থী দলের মানুষজনও স্টলে এসে বই নিয়ে গেছেন ও যোগাযোগ করার জন্য ফোন নম্বর দিয়ে গেছেন৷ কেউ কেউ আগ্রহের সাথে সাপ্তাহিক মুখপত্র গণদাবীর গ্রাহক হওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন৷ এস ইউ সি আই (সি)–র বইয়ের প্রতি কেন এমন আগ্রহ? মূল্যবৃদ্ধি, বেকারি, নারী নির্যাতন সহ বিভিন্ন ধরনের সংকটে মানুষের জীবন জর্জরিত৷ এসবের থেকে মুক্তি কোন পথে সাধারণ মানুষ তা জানতে চান৷ নির্বাচনসর্বস্ব রাজনৈতিক দলগুলো যখন লোকসভা নির্বাচনে কে কত আসন পাবে তা নিয়ে ব্যস্ত, সেরকম পরিস্থিতিতে সংগ্রামী বামপন্থার ঝান্ডাকে ঊর্ধ্বে রেখে আন্দোলনের আহ্বান মানুষের নজর কেড়েছে৷ গণআন্দোলনের পথেই আজ এস ইউ সি আই (সি) দল মানুষের একমাত্র আশা–ভরসার দলে পরিণত হয়েছে৷ কলকাতা বইমেলায় গণদাবী স্টলে মানুষের এই আগ্রহই আর একবার তাকে প্রমাণ করল৷
স্টলের বাইরে ও ভিতরে সুসজ্জিত ছিল বিশ্বসাম্যবাদী আন্দোলনের মহান নেতা মার্কস–এঙ্গেলস–লেনিন-স্ট্যালিন-মাও সে–তুঙ–কমরেড শিবদাস ঘোষের উদ্ধৃতি৷ বহু মানুষ বিশ্বসাম্যবাদী আন্দোলনের পথপ্রদর্শক কার্ল মার্কস–এর উদ্ধৃতি, ‘‘মানুষের চিন্তা–চেতনা তার সত্তাকে নির্ধারণ করে না, বরং বাস্তব সত্তাই মানুষের চিন্তা–চেতনাকে নির্ধারণ করে’’ পড়েন এবং আগ্রহের সঙ্গে ছবিও তুলে নিয়ে যান৷
এস ইউ সি আই (সি) পরিচালিত বিভিন্ন গণআন্দোলনের ছবি সংবলিত ফ্লেক্সও ছিল৷ বিশেষ করে ৩০ জানুয়ারির বিশাল মহামিছিলের ছবি দেখে অনেকেই অভিভূত৷ কেউ কেউ গভীর প্রত্যাশা ব্যক্ত করেছেন, পারবেন, আপনারাই পারবেন৷