মেডিকেলে ফেল করা পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার বিরুদ্ধে এসইউসিআই(সি) রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ২৪ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, ‘ফেল করা বিশেষজ্ঞ ডাক্তারি পরীক্ষার্থীদের যেভাবে রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি ও তৃণমূল বিধায়ক নির্মল মাজি মুখ্যমন্ত্রীর নাম করে নির্দেশ দিয়ে পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন তাতে এ রাজ্যের মেডিকেল শিক্ষা দুর্নীতিতে কেমন আকন্ঠ নিমজ্জিত তা পরিষ্কার হয়েছে। এর ফলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা সম্পূর্ণভাবে বিনষ্ট হবে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এর আগেও এমন নানারকম অভিযোগ উঠেছে। আমরা অবিলম্বে তদন্ত সাপেক্ষে এই দুর্নীতির সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এই ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে এআইডিএসও ২৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় ও উপাচার্যের কাছে ডেপুটেশন দেয় (ছবি)।