অনলাইন ক্লাসের নাম করে তেলেঙ্গানার বিভিন্ন বেসরকারি ও কর্পোরেট স্কুল-কলেজ কর্তৃপক্ষ ব্যাপকহারে ফি বাড়িয়েছে। এর প্রতিবাদে এআইডিএসও সহ নানা বামপন্থী ছাত্র সংগঠন ১২ আগস্ট রাজ্যের শিক্ষামন্ত্রীর দপ্তরে ধরনা দেয় এবং ফি প্রত্যাহারের দাবি জানায়। ধরনায় সভাপতিত্ব করেন ডিএসও-র হায়দরাবাদ জেলা সম্পাদক কমরেড এম বেঙ্কটেশ। মুখ্য বক্তা সংগঠনের রাজ্য সম্পাদক আর গঙ্গাধর বলেন, করোনা পরিস্থিতিতে মানুষ চরম সংকটগ্রস্ত, তখন এই ভয়াবহ ফি বৃদ্ধি ছাত্রদের শিক্ষার সুযোগ থেকে পুরোপুরি বঞ্চিত করবে। তিনি সরকারের কাছে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষা পরিচালনার দাবি জানান।