প্রশ্ন ফাঁসঃ বিক্ষোভ এআইডিএসও–র

পরপর দু’দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি কম স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রতিবাদে ১৪ মার্চ এআইডিএসও-র নেতৃত্বে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা৷ ঘটনার দ্রুত তদন্ত, জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পরবর্তী পরীক্ষাগুলির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হয়৷

বিক্ষোভ সভায় সংগঠনের কলকাতা জেলা সম্পাদক মিজানুর রহমান বলেন, নানা টেলিগ্রাম গ্রুপ সহ সোশ্যাল মিডিয়াতে কমার্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর ঘুরছে৷ ফলে প্রায় গণ টোকাটুকির মতো পরিস্থিতি চলছে৷ এর আগেও কয়েকটি সেমেস্টারে পরীক্ষা সংক্রান্ত অস্বচ্ছতার খবর পাওয়া গেছে৷ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত দেড়শোরও বেশি কলেজে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে অস্বচ্ছতা এবং প্রশ্ন ফাঁসের ঘটনা অত্যন্ত উদ্বেগের৷ উপাচার্য জানান, সমস্যা সমাধানে ওইদিনই কলেজ অধ্যক্ষদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে৷