প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ২৩ ফেব্রুয়ারি স্বাস্থ্য সচিবকে স্মারকলিপি দেয়। পিএমপিএআই-এর মুখ্য উপদেষ্টা প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডলের নেতৃত্বে এক প্রতিনিধিদল ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডারদের গুরুত্বপূর্ণ দাবিগুলি তুলে ধরেন। অ্যাসোসিয়েশনের দাবি, মেডিকেল অফিসারদের তত্ত্বাবধানে মেডিকেল প্র্যাকটিশনার্সদের ট্রেনিং-এর ব্যবস্থা করতে হবে। আরও বেশি সংখ্যায় ট্রেনিং সম্পন্ন করা এবং ট্রেনিং শেষে শংসাপত্র দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যসচিব।
স্বাস্থ্যকেন্দ্রে ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডারদের (স্বাস্থ্য পরিবেষক) স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক হিসাবে নিয়োগের প্রশ্নে সচিব বলেন, এরকম কোনও পরিকল্পনাও নেই, বাস্তবে এটা সম্ভব নয়। অ্যাসোসিয়েশন দাবি জানায়, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী হিসাবে তাদের মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে কাজে লাগানো হোক। নতুনদের নাম নথিভুক্তিকরণ ও ভুয়ো তালিকাভুক্তদের নাম বাতিলের দাবিতে সচিব সম্মতি জানান। কোভিডে মৃত স্বাস্থ্য পরিবেষকদের ক্ষতিপূরণের বিষয়ে তিনি অর্থ দপ্তরকে ‘নোট’ পাঠাবেন বলে জানান।
হাসপাতালের ওষুধ তালিকা ছাঁটাইয়ের প্রশ্নে তিনি স্বীকার করেন যে, তালিকা অসম্পূর্ণ থাকতে পারে। বাদ যাওয়া ওষুধের নির্দিষ্ট তালিকা দিলে তিনি বিবেচনা করবেন। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডাঃ প্রাণতোষ মাইতি, সহ সভাপতি যুগল পাখিরা এবং প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার কোর্সের সম্পাদক ডাঃ নীলরতন নাইয়া।