এ রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে প্রশিক্ষিত নার্সের অভাব অত্যন্ত প্রকট৷ অথচ হাজার হাজার বি এস সি (নার্সিং), পোস্ট বেসিক নার্সিং এবং জি এন এম (ডিপ্লোমা) প্রশিক্ষণ প্রাপ্ত নার্স নিয়োগের অপেক্ষায় বসে আছেন৷ অপর দিকে বার বার নিগ্রহের ঘটনায় কর্মরত অবস্থায় নার্সিং কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ কারণ কোনও ক্ষেত্রেই অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হচ্ছে না৷ এই অবস্থার প্রতিকারের দাবিতে ৩ আগস্ট ‘নার্সেস ইউনিটি’র নেতৃত্বে কলকাতায় স্বাস্থ্যভবনের সামনে ছয় শতাধিক নার্স বিক্ষোভ প্রদর্শন করেন৷
নার্সেস ইউনিটির সম্পাদিকা সিস্টার পার্বতী পাল, সহ সম্পাদিকা ভাস্বতী মুখার্জীর নেতৃত্বে ছয় জনের এক প্রতিনিধি দল স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তীর কাছে ১১ দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করে৷ এই দাবিগুলি নিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন৷ অবশেষে এদিন স্বাস্থ্য অধিকর্তা দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে ৬৫৯ জন নার্সের পোস্টিং–এর নির্দেশ দেন৷ বি এস সি (নার্সিং)–এর পদোন্নতির বিষয়টি নিয়ে আগামী তিন মাসের মধ্যেই পলিসিগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান৷
(৭১ বর্ষ ৪ সংখ্যা ২৪ আগস্ট, ২০১৮)