Breaking News

প্রশান্ত ভূষণের শাস্তির প্রতিবাদে রাজ্যের আদালতগুলিতে বিক্ষোভ

হাওড়া

সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী প্রশান্ত ভূষণের দু’টি টুইটকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট যেভাবে তাঁর বিরুদ্ধে সুয়ো-মোটো ক্রিমিনাল কনটেম্পট-এর অভিযোগ এনেছে এবং তাঁকে সাজা দিয়েছে, তার প্রতিবাদে লিগাল সার্ভিস সেন্টারের উদ্যোগে ২৪-২৬ ও ২৮ আগস্ট কলকাতা হাইকোর্ট, জলপাইগুডি, মুর্শিদাবাদের জঙ্গিপুর, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, বাঁকুড়া, নদিয়া, হাওড়া, আলিপুর, দুর্গাপুর, আসানসোল, বারুইপুর, ডায়মন্ড হারবার প্রভৃতি কোর্ট-এর সামনে আইনজীবীরা বিক্ষোভ দেখান। কোচবিহারে প্রশান্ত ভূষণের সমর্থনে পোস্টার প্রদর্শনী ‘স্ট্যান্ড উইথ প্রশান্ত ভূষণ’ অনুষ্ঠিত হয়। এখানকার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বার লাইব্রেরির বিশিষ্ট আইনজীবী শিবেন রায়, দিলীপকুমার বর্মন এবং অন্যান্য আইনজীবীরা। সিকিম হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ও লিগাল সার্ভিস সেন্টারের সভাপতি মলয় সেনগুপ্ত এবং সংগঠনের সম্পাদক বিশিষ্ট আইনজীবী ভবেশ গাঙ্গুলী প্রশান্ত ভূষণের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।

কলকাতা