Breaking News

‘প্রয়াসে’র বিশেষ সংখ্যা প্রকাশিত

 ১৯৭৪ সালের ঐতিহাসিক রেল ধর্মঘটের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে রেলকর্মীদের পত্রিকা ‘প্রয়াস’-এর বিশেষ সংখ্যা প্রকাশিত হল ১০ নভেম্বর নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে। বক্তব্য রাখেন রেল ধর্মঘট গবেষক অধ্যাপিকা ডঃ সংঘমিত্রা চৌধুরী ও অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল, রেল ইঞ্জিনিয়ার মিঠুন নাগ, অরিন্দম ভট্টাচার্য প্রমুখ। রেল শ্রমিক নেতা নিরঞ্জন মহাপাত্র রেলের বর্তমান দুর্দশার কথা তুলে ধরে তার অবসানেআপসহীন আন্দোলনের ডাক দেন। অবসরপ্রাপ্ত সিগন্যাল ইঞ্জিনিয়ার কালীশঙ্কর সামন্ত ক্রমবর্ধমান রেল দুর্ঘটনার কারণ, দুর্ঘটনা রোধে সরকারের উদাসীনতা, অবহেলা এবং সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন।