নির্বাচনী লড়াইয়ে জিততে বিজেপি স্লোগান তুলেছিল ‘ঘর ঘর মোদি’৷ ক্ষমতায় বসার পর প্রধানমন্ত্রী আবাস যোজনায় সকলের মাথায় ছাদ জোগানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি৷ ২০১৪ থেকে ২০১৮ চার বছর অতিক্রান্ত হয়ে পাঁচ বছরে পা রেখেছে সরকার৷ গরিবের মাথায় ছাদ ওঠেনি৷
বিজেপির লক্ষ্য ছিল, ২০১৯–এর লোকসভা নির্বাচনে সাফল্যের উদাহরণ হিসাবে মানুষের সামনে তুলে ধরা হবে এই যোজনা৷ কিন্তু কেন্দ্রীয় সরকারের তথ্য সেই হিসাব উল্টে দিয়েছে৷ শহরাঞ্চলে এই যোজনা (যা শুরু হয়েছে ২০১৫–১৬ সালে) লক্ষ্যমাত্রার দশ শতাংশও ছুঁতে পারেনি৷ গ্রামাঞ্চলের হালও তেমন ভাল নয়৷ আবাসন মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০১৭–১৮ সালের মধ্যে দেশের বিভিন্ন শহরে প্রায় ৪৬ লক্ষ বাড়ি তৈরি হওয়ার কথা ছিল৷ বাস্তবে হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার৷ এই খাতে বরাদ্দ ৭০, ৯৯২ কোটি টাকার অর্ধেকও বিলি করা হয়নি৷
রাজ্য সরকারগুলির টালবাহানায় আবাস যোজনার কাজ হচ্ছে না, এই অভিযোগও করতে পারছে না কেন্দ্র সরকার৷ কারণ, অধিকাংশ রাজ্যই বিজেপি–শাসিত৷ আঙুল তুললে তা নিজেদের দিকেই উঠবে৷ আবাসন মন্ত্রকের তরফে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলি সহযোগিতা করছে না৷ ব্যাঙ্কগুলির তরফে বলা হয়েছে, প্রামাণ্য নথিপত্র তাদের কাছে আসছে না৷ অতএব তাদের কিছু করার নেই৷ সাধারণ মানুষের ঘর নিয়ে চলছে এমনই চাপান–উতোর৷
আবাস যোজনার মতো একটা গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে বিজেপি সরকারের এই অবহেলা ক্ষমার অযোগ্য৷
সূত্র : আনন্দবাজার পত্রিকা, ৩০ মে, ২০১৮
(৭০ বর্ষ ৪২ সংখ্যা ৭জুন, ২০১৮)