প্রথম শ্রেণি থেকেই পাশ–ফেল প্রথা চালু করার দাবিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা রাজ্য শাখা ১৫ জুন রাজ্যের শিক্ষাবিভাগের এলিমেন্টারি এডুকেশনের যুগ্ম শিক্ষা অধিকর্তার নিকট এক স্মারকলিপি প্রদান করে৷ কমিটির যুগ্ম আহ্বায়ক সুভাষকান্তি দাস ও সদস্য মিলন চক্রবর্তী, হরকিশোর ভৌমিক সহ ৭ সদস্যের এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে গিয়ে অধিকর্তাকে বলেন, এ বছর ত্রিপুরা রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় যে পাশের হার এত কমল তার অন্যতম কারণ পাশ–ফেল তুলে দিয়ে শিক্ষার মান নামিয়ে দেওয়া৷ আর কালহরণ না করে অবিলম্বে পাশ–ফেল চালু করার দাবি জানান তাঁরা৷
(৭০ বর্ষ ৪৫ সংখ্যা ২৯ জুন, ২০১৮)