৩ জুন সংবাদমাধ্যম থেকে জানা গেল, মাননীয়া মুখ্যমন্ত্রী তৃতীয় শ্রেণি থেকে পাশফেল চালু করার কথা ভাবছেন৷ এই প্রেক্ষিতে ৪ জুন এস ইউ সি আই (সি)–র পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে প্রথম শ্রেণি থেকে পাশফেল প্রথা চালুর দাবি সম্বলিত একটি চিঠি পাঠানো হয়েছে৷ একই সাথে অভিভাবক–শিক্ষক–ছাত্রসমাজের প্রতি ৮ থেকে ২২ জুন সারা বাংলায় দাবিপক্ষ পালনের জন্য রাজ্য জুড়ে ব্যাপক প্রচার সহ মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পেশের উদ্দেশ্যে রাজ্যের সর্বত্র স্বাক্ষর সংগ্রহ অভিযানের আহ্বান জানানো হয়েছে৷ সমস্ত ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান, বাজার কমিটি, শ্রমজীবী ও কৃষক সমিতির নেতৃত্ব ও সদস্যদের কাছে এবং বিভিন্ন সংস্থা ও সমিতির কাছে এই স্বাক্ষর সংগ্রহ অভিযানকে সফল করার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷
(৭০ বর্ষ ৪২ সংখ্যা ৭জুন, ২০১৮)