কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর গত ২ জুন কলকাতায় সাংবাদিক সম্মেলনে বলে গেছেন, ২০১৯ সাল থেকে পাশ ফেল প্রথা ফিরবে৷ কিন্তু শুধুমাত্র পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পরীক্ষা হবে৷ তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কিছু ভার রাজ্য সরকারগুলির উপরে ছেড়ে দিয়েছেন৷ যদিও ২০১৫ সাল থেকে বারবার পাশ–ফেল ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েও তা চালু করার ব্যাপারে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলি কালহরণ করছে৷
অবিলম্বে প্রথম শ্রেণি থেকেই পাশ ফেল চালু করার ঘোষণা করতে হবে এই দাবি জানিয়ে এ আই ডি এস ও–র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড সৌরভ ঘোষ ২ জুন এক বিবৃতিতে বলেন, পাশ ফেল তুলে দেওয়ার ক্ষতি সম্বন্ধে আমরা যা বলেছিলাম, সরকার সে যুক্তিগুলি মেনে নিতে বাধ্য হয়েছে৷ তাহলে পঞ্চম ও অষ্টমে পরীক্ষা কেন? প্রথম শ্রেণি থেকেই পাশ ফেল চালু করার দাবি থেকে আমরা সরে আসছি না৷
অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক কার্তিক সাহা ৩ জুন এক বিবৃতিতে বলেন, পাশ–ফেল প্রথম শ্রেণি থেকে চালু না হলে প্রাথমিকের পড়ুয়াদের জীবনে নেমে আসবে আরও বিভীষিকা৷ প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার ভিত–তা দুর্বল হলে সমগ্র ব্যবস্থার উপরে তার বিরূপ প্রভাব পড়ে৷ তিনি দাবি করেন, প্রথম শ্রেণি থেকেই পাশ–ফেল চালু করতে হবে এবং অবিলম্বে এ সংক্রান্ত সরকারি ঘোষণা করতে হবে৷
(৭০ বর্ষ ৪২ সংখ্যা ৭জুন, ২০১৮)