Breaking News

প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস স্মরণে

প্রতিবাদী, আদর্শবান শিক্ষক বরুণ বিশ্বাসের শহিদ দিবস পালিত হয় ৫ জুলাই। মানবতার এই সংকটে বরুণ বিশ্বাসের মতো অন্যায়ের বিরুদ্ধে লড়াকু চরিত্রকে বর্তমান প্রজন্মের মধ্যে নিয়ে যেতে ‘বরুণ বিশ্বাস স্মৃতিরক্ষা কমিটি’র উদ্যোগে ‘বরুণ পক্ষে’ রাজ্য জুড়ে নানা কর্মসূচি পালিত হয়। এ দিন তাঁর স্কুল মিত্র ইনস্টিটিউশনের সামনে প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও বুদ্ধিজীবী মঞ্চের যুগ্মসম্পাদক দিলীপ চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ নীলরতন নাইয়া, নাট্যকর্মী ও বরুণ বিশ্বাসের সহশিক্ষক বিপ্লব নাহা বিশ্বাস, মিত্র স্কুলের প্রধান শিক্ষক, সহ শিক্ষক, অভিভাবক, বর্তমান ও প্রাক্তন ছাত্ররা।

১৪ জুলাই বরুণ বিশ্বাস স্মৃতিরক্ষা কমিটির দক্ষিণ ২৪ পরগণা জেলা শাখার পক্ষ থেকে পদযাত্রা, বরুণ চর্চা এবং ক্যারাটে ও যোগব্যায়াম শিবিরের আয়োজন করা হয়েছিল। জেলার বিভিন্ন প্রান্তে স্মৃতিরক্ষা কমিটি পরিচালিত ক্যারাটে-যোগব্যায়াম শিবিরগুলি থেকে প্রায় ৬৫ জন ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সকালে এক বর্ণাঢ্য পদযাত্রা পৌরসভার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। শান্তি সংঘের শচীন ব্যানার্জী-সুবোধ ব্যানার্জী মেমোরিয়াল হলে আলোচনা সভা, ক্যারাটে প্রদর্শনী ও যোগব্যায়াম প্রতিযোগিতা হয়। সভাপতিত্ব করেন শিক্ষক অমিত হালদার। এ ছাড়া ছিলেন কমিটির রাজ্য সংগঠক জ্ঞানতোষ প্রামাণিক ও অর্ক মালিক এবং রাজ্য কমিটির সহ-সম্পাদক শিক্ষক অনাথ মৃধা। প্রধান আলোচক ছিলেন শিক্ষা আন্দোলনের অন্যতম নেতা অধ্যাপক তরুণ কান্তি নস্কর। এরপর ক্যারাটে প্রদর্শনী ও যোগব্যায়াম প্রতিযোগিতা হয়।