বরানগরের বনহুগলির প্রতিবন্ধী হাসপাতাল ও গবেষণা কেন্দ্রটিকে ওড়িশার অনুরূপ একটি গবেষণাকেন্দ্রের শাখা প্রতিষ্ঠানে অবনমিত করার প্রতিবাদে ১৫ নভেম্বর বিক্ষোভ দেখানো হয়। এনআইওএইচ বাঁচাও কমিটি, নাগরিক প্রতিরোধ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্যমঞ্চ এই বিক্ষোভের ডাক দেয়। চিকিৎসক, আইনজীবী, সমাজকর্মী সহ তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। আইনজীবী কার্তিক কুমার রায় ও চিকিৎসক ছোটন দাস রাজ্যপালের কাছে প্রতিবাদী স্মারকলিপি জমা দেন। মঞ্চের আহ্বায়ক ডাঃ অমিত ধবল বলেন, অতি দ্রুত এই কালা সার্কুলার প্রত্যাহার না করলে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন, প্রয়োজনে ঘেরাও আন্দোলন হবে। তাঁরা প্রতিবন্ধীদের সনাক্তকরণের জন্য ব্লক স্তরে ক্যাম্প, প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম সহ ৭ দফা দাবি তুলে ধরেছেন।