Breaking News

প্যারা মেডিক্যাল এমপ্লয়িজ ইউনিয়নের রাজ্য সম্মেলন

 

70 Year 32 Issue 30 March 2018

প্যারা মেডিক্যাল কাউন্সিল গঠন, ব্রিজ কোর্স চালু, বিভিন্ন প্রজেক্ট ও কাউন্সিলে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্টদের এক ছাতার তলায় আনা ও স্থায়ী পদে নিয়োগ, সম কাজে সম বেতন, সকলের জন্য ভবিষ্যনিধি প্রকল্প, ঠিকা প্রথা বাতিল, ইন্টার্ন প্যারা মেডিকদের উপযুক্ত ভাতা, ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট কঠোর ভাবে প্রয়োগ সহ ১০ দফা দাবিতে ২০ মার্চ এআইইউটিইউসি অনুমোদিত অল বেঙ্গল প্যারা মেডিক্যাল এমপ্লয়িজ ইউনিয়নের তৃতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতার মহাবোধি সোসাইটি হলে৷ বক্তব্য রাখেন কমরেড বঙ্কিম বেরা৷ সম্মেলনে কমরেড শান্তি ঘোষকে সভাপতি ও কমরেড রেখা গোস্বামীকে সম্পাদক করে ২৬ জনের কমিটি গঠিত হয়৷