টানা আন্দোলনের মধ্য দিয়ে অবশেষে জয় ছিনিয়ে নিলেন পৌর স্বাস্থ্যকর্মীরা৷ আন্দোলনের চাপে দাবি মানতে বাধ্য হল সরকার৷ পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের ডাকে রাজ্যের ১২৬টি পৌরসভা ও নিগমে কর্মরত প্রায় তিন সহস্রাধিক পৌর স্বাস্থ্যকর্মী ২৭ জুন সুবোধ মল্লিক স্কোয়ারে এক বিক্ষোভ সমাবেশের পর বিধানসভার উদ্দেশে মহামিছিলে পা মেলান৷ বিধানসভায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের হাতে দাবিপত্র তুলে দেন এক প্রতিনিধি দল৷ সংগঠনের যুগ্ম সম্পাদক কেকা পাল ও পৌলমী করঞ্জাই জানান, পুরমন্ত্রী পৌর স্বাস্থ্যকর্মীদের অবসরের বয়সসীমা পঁয়ষট্টি বছর করার বিষয়টি মেনে নিয়েছেন এবং অর্ডারটি লিখিতভাবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন৷ এই কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এনইউএইচএম–এর কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবিও তিনি মেনে নেন৷ স্বাস্থ্যকর্মীদের অবসরকালীন ভাতা হিসাবে দু’লক্ষ টাকা গ্র্যাচুইটি দেওয়ার বিষয়টি অর্থ দফতরে পাঠাবেন বলে জানান৷ আন্দোলনের এই প্রাথমিক জয় স্বাস্থ্যকর্মীদের আন্দোলনে আরও দৃঢ়তা এনে দেয়৷ ভবিষ্যতে অন্যান্য দাবি আদায়ে পৌর স্বাস্থ্যকর্মীরা সংঘবদ্ধ থাকার কথা ঘোষণা করেন৷