১১ জানুয়ারি পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী (কন্ট্রাকচুয়াল) ইউনিয়নের নেতৃত্বে পৌর স্বাস্থ্যকর্মীদের বেতন বৃদ্ধি, স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি সহ বিভিন্ন দাবি নিয়ে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি অফিস (সুডা), সল্টলেকে পাঁচ শতাধিক আশা কর্মী বিক্ষোভ দেখান।
পুলিশ সুডা অফিসের সামনে ব্যারিকেড করে রাস্তা আটকালে কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি চালাতে থাকেন। ইউনিয়নের যুগ্ম-সম্পাদিকা কেকা পাল ও পৌলমী করঞ্জাই এর নেতৃত্বে ১০ জনের প্রতিনিধিদলের সঙ্গে সুডা ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টর বৈঠকে বসেন। দীর্ঘক্ষণ আলোচনা শেষে কর্তৃপক্ষ জানান, বোনাসের বর্ধিত আটশো টাকা পৌরসভাগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, যদি কোনও পৌরসভার কর্মীরা টাকা না পেয়ে থাকেন তাঁরা লিখিতভাবে সেই পৌরসভায় ডেপুটেশন দিন এবং রিসিভ কপি ইউনিয়নের মাধ্যমে সুডা অফিসে পাঠান। বেতন বৃদ্ধির বিষয়ে ফাইল তৈরি হচ্ছে বলে তাঁরা জানান। বাকি অন্য সমস্যাগুলি তাঁরা শুনেছেন এবং বিবেচনা করবেন বলে জানিয়েছেন। ইউনিয়নের রাজ্য যুগ্ম-সম্পাদিকা কেকা পাল জানিয়েছেন, এক মাসের মধ্যে অবস্থার উন্নতি না হলে বৃহত্তর আন্দোলন, প্রয়োজনে কর্মবিরতি হবে।