খুবই উৎসাহের সাথে ২৮ জুলাই পৌর স্বাস্থ্যকর্মীদের প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন হল মেদিনীপুরের রেডক্রস সোসাইটি হলে।
জেলার মোট সাতটি পৌরসভা থেকে দেড় শতাধিক পৌর স্বাস্থ্যকর্মী সমবেত হয়েছিলেন। দাবি ছিল– পৌর স্বাস্থ্যকর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে, ইনসেনটিভ নয়, স্থায়ী বেতন কাঠামো চালু করতে হবে, প্রতি ১০০০ জনসংখ্যায় একজন পৌর স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে, চলতি বাজারদরের নিরিখে বেতন দিতে হবে, পি এফ, পেনশন, গ্র্যাচুইটি সহ সকল সরকারি সুবিধা দিতে হবে, মাতৃত্বকালীন সবেতন ছুটি সহ সমস্ত সরকারি ছুটি দিতে হবে, স্বাস্থ্যখাতে কেন্দ্র এবং রাজ্য সরকারকে বাজেট বাড়াতে হবে।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের রাজ্য নেতৃত্ব রুনা পুরকায়েত, মাম্পি দাস বিশ্বাস, এআইইউটিইউসি-র পক্ষে পূর্ণ বেরা, অল ইন্ডিয়া স্কিম ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে অমল মাইতি এবং অধ্যাপিকা অনুরূপা দাস। সম্মেলনে তনুজা সিংহকে সভাপতি, বুলটি দত্তকে সম্পাদক, রীতা ব্যানার্জীকে কোষাধ্যক্ষ এবং মীনাক্ষী দাসকে অফিস সম্পাদক করে ৩৯ জনের জেলা কমিটি গঠিত হয়।