পৌর স্বাস্থ্যকর্মীদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, অবসরের বয়সসীমা বাড়ানো ও অবসরকালীন সুবিধার দাবিতে ২২ ডিসেম্বর পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশে মিছিলের ডাক দেওয়া হয়েছিল। গত ১১ ডিসেম্বর সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, ২০ ডিসেম্বরের মধ্যে দাবি-দাওয়া সংক্রান্ত ঘোষণা করা হবে। কিন্তু তা না হওয়ায় এদিন বিক্ষোভ জমায়েতের ডাক দিয়েছিল পৌর স্বাস্থ্যকর্মীরা। শান্তিপূর্ণ মিছিল হাজরা মোড় থেকে কালীঘাটের উদ্দেশে রওনা হওয়ার সাথে সাথেই পুলিশ পৌর স্বাস্থ্যকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে লাঠিচার্জ করে। মহিলা স্বাস্থ্যকর্মীদের হেনস্থা ও শ্লীলতাহানি করা হয় এবং ঘটনাস্থল থেকে গ্রেফতার হন ৭০ জন। স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক ইসমত আরা খাতুন, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের যুগ্ম সম্পাদক কেকা পাল ও পৌলোমী করঞ্জাই সহ রাজ্য কমিটির নেতৃত্বকে লালবাজার সেন্ট্রাল লকআপে সারাদিন আটক রাখা হয়।
এই ঘটনার প্রতিবাদে এবং এর সাথে যুক্ত দোষী পুলিশদের শাস্তির দাবিতে সেদিনই বিভিন্ন পৌরসভায় ধিক্কার সভা হয় এবং পরদিন রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসে প্রতিটি পৌরসভায় বিক্ষোভ দেখানো হয়। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের রাজ্য সভানেত্রী সুচেতা কুণ্ডু বলেন, সরকারকে অবিলম্বে পৌর স্বাস্থ্যকর্মীদের ন্যায্য দাবিগুলির যৌক্তিকতা মেনে নির্দেশনামা জারি করতে হবে, না হলে আন্দোলন আরও জোরদার হবে।