Breaking News

পৌর স্বাস্থ্যকর্মীদের দাবি পেশ


মুর্শিদাবাদের পাঁচটি পৌরসভার পৌর স্বাস্থ্যকর্মীরা ৩ জুন মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরে বিক্ষোভ দেখান ও স্মারকলিপি দেন। পশ্চিমবঙ্গের ১২৬টি পৌরসভা ও নিগমে কর্মরত প্রায় সাড়ে চোদ্দ হাজার পৌর স্বাস্থ্যকর্মী গত দু’ বছর করোনা অতিমারিতে করোনা যোদ্ধা হিসেবে কাজ করায় মুখ্যমন্ত্রী মাসিক এক হাজার টাকা উৎসাহ ভাতা ঘোষণা করলেও গত এক বছর জেলার কোনও পৌর স্বাস্থ্যকর্মী এই ভাতা পাননি।
কাজ ভিত্তিক ইনসেনটিভ নিয়মিত নয়, কর্মক্ষেত্রে সম্মান ও মর্যাদার দাবি সহ বকেয়া ভাতা ও ইনসেনটিভ মেটানোর দাবিতে ইউনিয়নের ডাকে শতাধিক পৌর স্বাস্থ্যকর্মী মিছিল করে স্মারকলিপি দেন। ইউনিয়নের রাজ্য সভাপতি সুচেতা কুণ্ডুর নেতৃত্বে ছয় সদস্যের এক প্রতিনিধি দল স্বাস্থ্য আধিকারিকের সাথে দেখা করলে তিনি বকেয়া ভাতা মেটানোর আশ্বাস দেন এবং কিছু ভাতা তৎক্ষণাৎ আদায় হয়। আন্দোলনের এই আংশিক সাফল্যে কর্মীদের মধ্যে ইউনিয়নের প্রতি আস্থা বাড়ে।

গণদাবী ৭৪ বর্ষ ৪২ সংখ্যা ১০ জুন ২০২২