বিদ্যুতের মিনিমাম ও ফিক্সড চার্জ বৃদ্ধির প্রতিবাদ সহ প্রিপেড স্মার্ট মিটার লাগানোর চক্রান্ত রুখতে গ্রাহক প্রতিরোধ আন্দোলন শক্তিশালী করার লক্ষে্য অ্যাবেকার পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে ১৮ জুলাই তমলুকের ব্রহ্মা বারোয়ারি হলে প্রয়াত নারায়ণ চন্দ্র দাস মঞ্চে বিদ্যুৎ গ্রাহকদের সপ্তদশ পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন শতাধিক বিদ্যুৎ গ্রাহক যোগ দেন। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক জয়মোহন পাল। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক প্রদীপ দাস ও অন্য নেতৃবৃন্দ। সভায় মূল বক্তব্য রাখেন অ্যাবেকার সম্পাদকমণ্ডলীর সদস্য নীরেন কর্মকার ও অশোকতরু প্রধান। জয়মোহন পালকে সভাপতি, শংকর মালাকারকে সম্পাদক, নারায়ণ চন্দ্র নায়ককে অফিস সম্পাদক করে নতুন জেলা কমিটি গঠিত হয়।