পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কিসান প্রতিরোধ সপ্তাহ পালন

পাঁশকুড়া

কেন্দ্রীয় সরকারের কালা তিন কৃষি আইন ও বিদ্যুৎ বিল-২০২০ সংশোধনী বাতিল এবং সকল কৃষিপণ্য সহায়ক মুল্যে ক্রয়, জেলার সমস্ত অঞ্চলে ধান কেনার শিবির চালু, সমস্ত নিকাশি খাল সংস্কার সহ বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানের দাবিতে অল ইন্ডিয়া কিসান ও খেতমজদুর সংগঠনের নেতৃত্বে পূর্ব মেদিনীপুর জেলার ১১টি ব্লক ও ১০টি অঞ্চলে কিসান প্রতিরোধ সপ্তাহ পালন করা হয়। সর্বত্র অবস্থান, বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দেন গ্রামের কৃষকরা। ময়না, পাঁশকুড়া, শহিদ মাতঙ্গিনী, ভগবানপুর, উত্তর কাঁথি, এগরা প্রভৃতি ১১টি ব্লক ও ১০টি অঞ্চলে আন্দোলন সংগঠিত হয়েছে। এই উপলক্ষে প্রায় ৩০টি গ্রামে কমিটি গঠিত হয়েছে। এই সব কমিটির উদ্যোগে মিছিল পথসভা অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন জেলা সম্পাদক জগদীশ সাউ এবং জেলা নেতা, উৎপল প্রধান, বিবেক রায়, প্রবীর প্রধান প্রমুখ। নেতৃবৃন্দ জানান, উপরোক্ত দাবিতে ২২ জুলাই জেলা সংযুক্ত কিসান মোর্চার নেতৃত্বে জেলাশাসকের দপ্তরে অবস্থান ধরনা অনুষ্ঠিত হবে।

পানিপারুল

গণদাবী ৭৩ বর্ষ ৪০ সংখ্যা