৩১ জানুয়ারি, রামনগর-২ কৃষি দফতরে সারা ভারত কিষান ও খেতমজদুর সংগঠনের রামনগর শাখা কমিটির উদ্যোগে শতাধিক চাষি রামনগর-২ ব্লকের বালিসাই কিষান মান্ডিতে ধান কেনার জন্য অতিরিক্ত ধান মিল মালিক দাবি করার প্রতিবাদে চাষিরা বিক্ষোভ দেখান ও কৃষি আধিকারিককে ডেপুটেশন দেন। দীর্ঘ সময় ধান বিক্রি বন্ধ থাকে। শেষ পর্যন্ত চাষিদের দাবি মেনে নিলে আন্দোলন প্রত্যাহার করা হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক জগদীশ সাউ, রাধাশ্যাম শীট, চন্দন পাহাড়ী প্রমুখ। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পঞ্চানন প্রধান। জেলার কৃষক নেতা জগদীশ সাউ জানান, জেলার সর্বত্র প্রশাসনের উদাসীনতায় সারের কালোবাজারি চলছে। সারের দাম ৫০০ থেকে ১০০০ টাকা বেশি সহ ট্যাগিং করে অনুখাদ্য কিনতে বাধ্য করছেন ব্যবসায়ীরা। এ দিন বালিসাই কৃষি আধিকারিক নিজে সারের দোকানে উপস্থিত থাকবেন এবং চাষিদের ন্যায্য মূল্যে সার কিনতে সাহায্য করবেন এই প্রতিশ্রুতি দেন।