পূর্ব মেদিনীপুর জেলায় স্মার্ট প্রিপেড মিটার লাগানোর প্রচেষ্টা বন্ধ, অতি দ্রুত বন্ধ ও খারাপ মিটার পাল্টানো, লোডশেডিং, লো-ভোল্টেজ সমস্যার সমাধান, কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ, গৃহস্থ গ্রাহকদের ক্ষেত্রে মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলে ছাড়, কৃষিবিদ্যুৎ গ্রাহকদের থেকে নেওয়া অতিরিক্ত টাকা অবিলম্বে ফেরত প্রভৃতি ১৩ দফা দাবিতে ১১ নভেম্বর অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)-এর পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।
নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের পক্ষে সুনীল ঘোড়ই, প্রদীপ দাস, প্রণব মাইতি প্রমুখ। গেট অবরোধ করে গ্রাহকরা বিক্ষোভ দেখান।