পূর্ব মেদিনীপুর জেলার প্রায় প্রতিটি ব্লকে হাজার হাজার মানুষ পানচাষের সাথে যুক্ত থাকার ফলে ধানের পর পানের উপরেই কৃষি অর্থনীতি নির্ভরশীল৷ পানকে কৃষিপণ্যের স্বীকৃতি না দেওয়ার ফলে পানচাষ করার জন্য বরজ তৈরির কোনও আর্থিক ঋণ বা প্রাকৃতিক বিপর্যয়ে বরজ ক্ষতিগ্রস্ত হলে সরকার থেকে কোনও ক্ষতিপূরণের ব্যবস্থা নেই৷ কোনও কোনও সময়ে দাম না পেয়ে রাস্তায় পান ফেলে রিক্ত হস্তে চোখের জলে অনেকে বাড়ি ফিরে যায়৷
এই সমস্ত সমস্যা সমাধানের দাবিতে পানচাষি সমন্বয় সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে ১৬ জানুয়ারি জেলাশাসক অফিসে সহস্রাধিক চাষি বিক্ষোভ দেখান৷ জেলাশাসকের কাছে স্মারকলিপিতে দাবি জানানো হয়– পানকে কৃষিপণ্যের স্বীকৃতি দিতে হবে, আড়তদারও পাইকারদের জুলুমবাজি ও দুন্তি বন্ধ করতে হবে, সমস্ত পান বাজারে চাষিদের প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করতে হবে, পান সংরক্ষণের জন্য হিমঘর তৈরি করতে হবে প্রভৃতি৷
ডিএম–এর কাছে ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন সমিতির জেলা সম্পাদক সোমনাথ ভৌমিক, ঝন্টু দাস প্রমুখ৷ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিবেক রায়, তপন ভৌমিক৷