প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালু, শিক্ষায় ফি–বৃদ্ধি, বেসরকারিকরণ, সাম্প্রদায়িকীকরণ রোধ, ছাত্রস্বার্থ বিরোধী জাতীয় শিক্ষানীতি ২০১৯ বাতিল, ছাত্রী নিগ্রহ বন্ধ, মদ নিষিদ্ধকরণ, পরিবহণে ছাত্র কনসেশন সহ পূর্ব মেদিনীপুর জেলায় পূর্ণাঙ্গ পরিকাঠামোযুক্ত বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে ১৪ জুলাই তমলুকের সুবর্ণজয়ন্তী ভবনে অনুষ্ঠিত হল এ আই ডি এস ও–র পূর্ব মেদিনীপুর জেলা নবম ছাত্র সম্মেলন৷ জেলার ২৫০টি স্কুল ও সমস্ত কলেজ থেকে প্রায় আট শতাধিক ছাত্রছাত্রীর একটি সুসজ্জিত মিছিল শহর পরিক্রমা করে সুবর্ণজয়ন্তী হলে পৌঁছায়৷ সম্মেলনের উদ্বোধন করেন এস ইউ সি আই (সি)–র জেলা সম্পাদিকা কমরেড অনুরূপা দাস৷ কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষা সংহারকারী নীতির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন এ আই ডি এস ও–র রাজ্য সম্পাদক কমরেড সৌরভ ঘোষ, রাজ্য সভাপতি ডাঃ কমরেড মৃদুল সরকার, রাজ্য সহ সভাপতি কমরেড সামসুল আলম এবং জেলা কমিটির সম্পাদক কমরেড অনুপ মাইতি৷ কমরেড স্বপন জানাকে সভাপতি, কমরেড দীপঙ্কর মাইতিকে সহ সভাপতি ও কমরেড বিশ্বজিৎ রায়কে সম্পাদক করে ২৫ জনের সম্পাদকমণ্ডলী, ৩২ জনের জেলা কমিটি ও ৮৭ জনের জেলা কাউন্সিল গঠিত হয়৷