এআইডিএসও এবং এআইডিওয়াইও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ১৫ ফেব্রুয়ারি এক প্রেস বিবৃতিতে বলেছে, ১১ ফেব্রুয়ারি, ১০টি বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের আন্দোলনবিরোধী অগণতান্ত্রিক ভূমিকা ও লাঠি-জলকামান-টিয়ার গ্যাস দিয়ে আন্দোলনকারীদের ওপর আক্রমণের ফলশ্রুতিতে আজ যুবকর্মী মইদুল ইসলাম মিদ্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা আগেই রাজ্য সরকারের এই ভূমিকার তীব্র নিন্দা করেছি। আমরা এই মৃত্যুর উপযুক্ত তদন্ত ও অপরাধীদের শাস্তির দাবি জানাচ্ছি। একই সাথে আমরা মনে করি, দেশের এই সঙ্কটজনক মুহূর্তে ক্ষমতা দখলের নির্বাচনসর্বস্ব রাজনীতির বিপরীতে, শক্তিশালী ঐক্যবদ্ধ সংগ্রামী বামপন্থী ছাত্র-যুব আন্দোলন সময়ের আহ্বান। আমরা রাজ্যের ছাত্র যুব সমাজের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের সকল জনবিরোধী নীতি ও গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপের বিরুদ্ধে লাগাতার আন্দোলন গড়ে তোলার ঐকান্তিক আহ্বান জানাচ্ছি।