Breaking News

পুরুলিয়ায় শহিদ-স্মরণ

 ১৯৭৫ সালের ৪ ডিসেম্বর পুরুলিয়া জেলার নেতুড়িয়া ব্লকের বেনাম জমি উদ্ধার করে গরিব মানুষের মধ্যে বিলি ও জমির ফসল রক্ষা আন্দোলনে শহিদ হয়েছিলেন কমরেড রামযতন সিং ও গুহিরাম বাউরি। প্রতি বছরের মতো এ বছরেও এই দুই শহিদ স্মরণে এস ইউ সি আই (সি) পুরুলিয়া উত্তর সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে ৪ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় শহিদ স্মরণ দিবস পালিত হয় গোবাগ মোড়ে। পুরুলিয়া বরাকর রোড সংলগ্ন শহিদ বেদিস্থলে এই সভা হয়। এলাকার সাধারণ মানুষ সহ দলের শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন বর্ষীয়ান কমরেড হরিশংকর মণ্ডল। বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড কমল সাঁই এবং পুরুলিয়া (উত্তর) সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক কমরেড লক্ষ্মীনারায়ণ সিনহা। কমরেড কমল সাঁই বলেন, আমাদের কাছে এই শহিদদের সংগ্রামী জীবন প্রেরণার উৎস।