সারা বাংলা সেভ এডুকেশন কমিটির রাজ্য সম্পাদক অধ্যাপক তরুণকান্তি নস্কর ১৭ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর পিপিপি আঙ্গিকে স্কুল চালানোর যে পরিকল্পনা করেছে সেই খবরে আমরা খুবই উদ্বিগ্ন। এই পরিকল্পনার মধ্য দিয়ে স্কুলের ভবন ও লাগোয়া জমি যা সরকারি অর্থ এবং জমিদাতাদের আনুকুল্যে গড়ে উঠেছে তা বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়া হবে। তারা তা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করবে যা সমর্থনযোগ্য নয়। এর ফলে শিক্ষা আরও ব্যয়সাপেক্ষ হবে এবং গরিব মানুষের হাতের বাইরে চলে যাবে। আমাদের অভিজ্ঞতা, পিপিপি আঙ্গিকে সরকার যাই শুরু করুক এবং যত ভাল কথার মোড়ক তাতে থাকুক, ধীরে ধীরে তা পুরোপুরি বেসরকারি অধীনে চলে যায়। ফলে, সরকারের এই পদক্ষেপ শিক্ষার বেসরকারিকরণেরই প্রাথমিক ধাপ ছাড়া আর কিছু নয়।
জাতীয় শিক্ষানীতিতেও এইভাবে শিক্ষাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার নিদান আছে। ফলে রাজ্য সরকার অন্য ভাবে জাতীয় শিক্ষানীতিই চালু করছে। আমরা রাজ্য সরকারের এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করে তা বাতিল করার দাবি করছি।