Breaking News

পাশ–ফেল সহ অন্যান্য দাবিতে রাজ্যে রাজ্যে বিক্ষোভ

প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল সহ শিক্ষার অন্যান্য দাবিতে রাজ্যে রাজ্যে বিক্ষোভ

দিল্লি

অবিলম্বে প্রথম শ্রেণি থেকেই পাশ–ফেল চালু, শিক্ষার বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণ বন্ধ, উচ্চশিক্ষা কমিশন গঠন করার সিদ্ধান্ত বাতিল, সিবিসিএস ও সেমেস্টার সিস্টেম বাতিল, ইতিহাস বিকৃত করে শিক্ষার উপর আঘাত বন্ধ করা প্রভৃতি দাবিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির উদ্যোগে ২১ ডিসেম্বর রাজ্যে রাজ্যে ধরনা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়৷ এই ধরনায় দিল্লি, মধ্যপ্রদেশ ও হরিয়ানা থেকে ব্যাপক সংখ্যায় ছাত্র, শিক্ষক ও অভিভাবক যোগ দেন৷ এ ছাড়া পাঞ্জাব, উত্তরাখণ্ড ও রাজস্থান থেকে প্রতিনিধিরা এই ধরনায় উপস্থিত ছিলেন৷ ধরনা সঞ্চালনা করেন দিল্লি সেভ এডুকেশন কমিটির সম্পাদক গিরিবর সিং৷ বক্তব্য রাখেন প্রফেসর নরেন্দ্র শর্মা, সারদা দীক্ষিত(দিল্লি), ডঃ রামবতার শর্মা (এম পি), ওমপ্রকাশ (হরিয়ানা), মুকেশ সেমওয়াল (উত্তরাখণ্ড), রাজবল শর্মা (রাজস্থান), আমিন্দার পাল সিং (পাঞ্জাব) ও সর্বভারতীয় কমিটির পক্ষে দেবাশিস রায়৷ দিল্লি ও পাশের রাজ্যগুলির উদ্যোগে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থেকে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর নিকট স্মারকলিপি দেওয়া হয়৷

ত্রিপুরা : দেশব্যাপী এ দিন আজ আগরতলার ওরিয়েন্ট চৌমূহনীতে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বক্তব্য রাখেন কমল রায়চৌধুরী ও অরুণ ভৌমিক৷ সভাপতিত্ব করেন সংগঠনের ত্রিপুরা রাজ্য ইউনিটের কনভেনর সুভাষকান্তি দাস৷

মেদিনীপুর : মেদিনীপুর শহরের পঞ্চুরচকে সেভ এডুকেশন কমিটির আঞ্চলিক শাখার উদ্যোগে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক শাখার সভাপতি শিক্ষক শিবসাধন সতপথী৷ উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক জ্ঞানেন্দ্রনাথ ভূঞ্যা, দীপক বসু, সুশান্ত সাহু ও অধ্যাপক মঙ্গল নায়ক৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন আঞ্চলিক কমিটির সম্পাদক শুভাশিস শাসমল৷

হাজরা মোড়, কলকাতা
পুরুলিয়া

 

(গণদাবী : ৭১ বর্ষ ২০ সংখ্যা)