Breaking News

পাশ–ফেল চালু ও মূল্যবৃদ্ধি রোধে আগরতলায় ধরনা

 

১৯ নভেম্বর ত্রিপুরার আগরতলায় সিটি সেন্টারের সামনে ৯ দফা দাবিতে ধরনায় বসে এস ইউ সি আই (সি)৷ প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালু, অত্যাবশ্যকীয় জিনিস–পত্রের মূল্যবৃদ্ধি রদ, মদ নিষিদ্ধ করা, ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের কঠোর শাস্তি, রিয়াং শরণার্থীদের সমস্যা সমাধান সহ নানা দাবিতে ধরনায় বক্তব্য রাখেন রাজ্য সংগঠনী কমিটির সদস্য কমরেডস শিবানী ভৌমিক, সুব্রত চক্রবর্তী এবং সঞ্জয় চৌধুরী৷

(গণদাবী : ৭২ বর্ষ ১৬ সংখ্যা)