পাশ–ফেল (কবিতা)

তিনি ছিলেন প্রধান শিক্ষক তল্লাটে একমাত্র,

আমি এবং আরও অনেক ছিলাম তাঁর ছাত্র৷

তখন ছিল ‘স্নাতক’ ছাত্র দেখতে পাওয়া ভার,

‘সাম্মানিক’ ডিগ্রিটিও সঙ্গে ছিল তাঁর৷

বাহুল্য ছিল না তাঁর প্রাত্যহিক বেশে,

ছাত্রদের বলতেন তিনি ডেকে হেসে হেসে,

‘‘মাত্র একবার পরীক্ষাতে ফেল করেছ তুমি,

এই দেখো না তিন–তিনবার ফেল করেছি আমি,

মনে রেখো ফেলিওর ইজ দি পিলার অফ সাকসেস’’,

আজও আমার কানে বাজে সেই কথারই রেশ৷

জেনে রেখো পাশ ও ফেল দুটোই খুব দামি,

আমার সারা জীবন ধরে তাই শিখেছি আমি৷

কোনও সরকার এই কথাটি আজ তোলে না কানে,

আমরা যেন ভুলে না যাই এই কথাটির মানে৷

 

অনাদিপ্রসাদ মাজী,

অবসরপ্রাপ্ত শিক্ষক, ঝাঁপড়া, পুরুলিয়া

(গণদাবী : ৭১ বর্ষ ২৩ সংখ্যা)